আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি,
আপনাদের জন্য নতুন বছরের শুরুর দিকে নতুন কিছু লিখবো বলে ভাবছি কিন্তু সময় পেয়ে উঠছিলাম না, তো যাই হোক আসল কোথায় আসি, আজ Bijoy Ekattor For Mac Bangla Software নিয়ে কথা বলবো যারা বাংলা লিখেন বা বাংলা লিখতে পছন্দ করেন কিন্তু আপনার ডিভাইস Apple, এবং Apple এর অপারেটিং ব্যাবহার করার কারনে বাংলা লিখতে পারছেন না, বাজারে যেই সকল বিজয় কিনতে পাওয়া যায় সাধারণত Windows অপারেটিং এ ব্যাবহার করা যায়, কিন্তু যদি আপনি Apple অপারেটিং এ ব্যাবহার করতে চান আপনাকে অবশ্যই ৫০০০ টাকা দিয়ে লাইসেন্স কিনে নিতে হবে, কিন্তু যদি এমন হয় আপনাদের জন্য আল্প মুল্লে এই Bijoy Ekattor For Mac বেবস্থা করে দিতে পারি কেমন হয়, হা বন্ধুরা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে আপনারাই দেখে নিন বাকিটা ধন্যবাদ।
বিজয় একাত্তর (ম্যাক)
ম্যাক ও.এস ১০ এর সকল সংস্করণে ব্যবহার করার উপযোগী এই বাংলা সফটওয়্যারটিতে বিজয় কীবোর্ড ব্যবহার করা যায়। এতে রয়েছে ক্লাসিক, একাত্তর এবং ইউনিকোড এনকোডিং। এটি বিজয় এর উইন্ডোজ, লিনাক্স ও এন্ড্রয়েড সংস্করণের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। এজন্য কোন কনভার্টার ব্যবহার করতে হয় না। এটি ম্যাক ও.এস-এর সকল এ্যাপ্লিকেশনেও কাজ করে।
ম্যাক ও.এস ১০ এর সকল সংস্করণে ব্যবহার করার উপযোগী এই বাংলা সফটওয়্যারটিতে বিজয় কীবোর্ড ব্যবহার করা যায়। এতে রয়েছে ক্লাসিক, একাত্তর এবং ইউনিকোড এনকোডিং। এটি বিজয় এর উইন্ডোজ, লিনাক্স ও এন্ড্রয়েড সংস্করণের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। এজন্য কোন কনভার্টার ব্যবহার করতে হয় না। এটি ম্যাক ও.এস-এর সকল এ্যাপ্লিকেশনেও কাজ করে।
Bijoy Ekattor For Mac Bangla Software টি কিনতে পারবেন মাত্র ১৯৯৯ টাকায়।
বিজয় একাত্তর ম্যাক এর জন্য ডাউনলোড করতে বা কিনতে ক্লিক করুন।
আর বুজতে কোন সমস্যা হলে বা কিছু জানার থাকলে টিউন এর টিউমেন্ট বক্স এ অথবা আমার ফেসবুক এর পেজ এ ইনবক্স করুন, আপনার সকল টেক সমস্যার সমাধান ই দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাল থাকুন আবার আসবো অন্য কিছু নিয়ে
(আল্লাহ হাফেয)