আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন।
আশা করি ভালই আছেন, আজ যেটা হবে সেটা হোল Value Top পাওয়ার সাপ্লাই নিয়ে ঘাটা-ঘাটি, আমি সব সময় এগুলো নিয়েও ঘাটা-ঘাটি করে থাকি, কারন এটাই আমার কাজ যাই হোক মুল কথায় আসি
আমার দোকানে ওই দিন কাস্টমার আসলো পাওয়ার সাপ্লাই কিনার জন্য, উনি আশার সময় ওনার পুরনো নষ্ট হয়ে যাওয়া Value Top পাওয়ার সাপ্লাই নিয়ে আসলো এবং আমাকে বল্ল ভাই আমাকে সেম এই পাওয়ার সাপ্লাই দেন, আমি কি করলাম Value Top এর দাম বেশি বলে আমি ওনাকে বললাম আপনি অন্য একটা নিতে পারেন এটার মতোই ভাল, আমি ওনাকে অন্য একটা দেখালাম উনি দুটোই হাতে নিয়ে আমাকে বলল আপনার টা তো ওজন কম আর আমার টা ভারি, আপনি আমাকে এটাই দিন, তো আর কি ওনার সাথে কথা না বাড়িয়ে আমি ওনার কথা অনুযায়ী Value Top দিলাম আর ওনার থেকে চেয়ে নিলাম ওনার পুরোন টা, নেয়ার উদ্দেশ্য ছিল কেন ওজন বেশি, তারপর আমি শুরু করলাম ঘাটা ঘাটি, এবার দেখুন ঘাটা-ঘাটি করে কি পাইলাম,
এই ভিডিও টা করার উদ্দেশ্য একটাই ওজোন মেপে কখনো ভাল খারাপ নিন্নয় করা যায় না এই ভিডিও টি করে কোন কম্পানিকে বা কাওকে ছোট করার উদ্দেশ্য করা হয়নি, কোন ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ